এই সেই মেঠো পথ
যেথায় হেলে দুলে খেতাম দোল
আজো বয়ে চলেছি স্মৃতিতে
সেই নাটকীয় রোল।

ছনের চালে বৃষ্টির ফোঁটায়
ভাসত গানের ছন্দ
ইটভাটায় হারিয়ে গেছে
কাদা মাটির সেই গন্ধ।

আগের মত দেখিনা গাঁয়ে
হা-ডু-ডু, কানামাছি খেলা  
শাপলা ফোঁটা বিলে এখন
বসে ক্রিকেটের মেলা।

গ্রামীণ জৌলস হারিয়ে
স্বয়ং কাঁদছে প্রকৃতি
গ্রামে নেই সেই কলরব
আছে নানান অসংগতি।

কালের বিবর্তনে গ্রামখানি
যেন-ধুঁ-ধুঁ মরুভূমি
মনের গহীনে স্মৃতিগুলো আজ
পিরামিডে রক্ষিত মমি!

১২ ডিসেম্বর- ২০১৭
রামপুরা,ঢাকা।