আধো তন্দ্রা, আধো জাগরণ
অসহায় রাত-
জুড়ে স্বপ্নের বিচরণ।
অস্পষ্ট মুখটাকে খুজে ফেরে মন,
বিষণ্ণ রাত্রির শূণ্য আকাশে-
তারা অগনণ।
রূপালী চাঁদের আলোয় জাগে শিহরণ,
নির্ঘুম এ রজনীতে কাকে চায় মন?
ছন্দহীন ক্লান্ত জীবনের পথে,
ঘুমহীন জিজ্ঞাসাময় রাত্রির শেষে,
ব্যর্থ অস্তিত্বের মুখোমুখি দাঁড়িয়ে-
সব প্রশ্নের উত্তর মেলে অবশেষে!
তাইতো আজ শুধুই একটি তারাকে দেখি-
অকারণে,
আনমনে!


ইমদাদুল হক (চঞ্চল), ঢাবি।