বাংলা আমার মাতৃভুমি
গর্ব আমার তাই,
সবুজ ছায়ার নিবিড়তাই
শান্তি ফিরে পাই।


বাংলা রুপের পুষ্পদ্বীপ্তি
সোনার অঙ্গে ধায়,
গাছনদী, পাহাড়পর্বত
হরেক গহনাই।


বাংলা তোমায় ভালবাসি
রজনীকান্ত জোসনায়,
অমাবশ্যার অসুরাই ঝিঁ ঝিঁ পতঙ্গের গান
আর জোনাকীর জেল্লায়।


বাংলা তুমি অপরুপি
অহনের সবিতাই,
বর্ষা কালের ভরা নদীর,
শীতের কুয়াশার শিশির,
সবুজের শান্ত ধীর আর
ভালবেসে লিখা এ কবিতাই।