বাংলাদেশের মাটি আমার
পূর্ণ একটি ভূমি,
যেই ভূমিকে সর্বক্ষণে
এই হৃদয়ে চুমি।


আহা রে কি সবুজ-শ্যামল
মনে দেয় দোলা,
আমাদের আছে একটা
পুরো আকাশ খোলা।


মুক্ত ডানায় উড়ে বেড়াই
নদে কাটি সাঁতার,
আমাদের আছে পূর্ণভূমি
মূল্য হয় না তার।


এই ভূমিতে লক্ষ বীরের
হয়েছে প্রাণহানী,
সেই প্রাণেরই বিনিময়ে
বাংলাদেশ আজ রানী।


ভুলব না কো তোমাদের
করলে যারা দান,
জনম ভরে গেয়ে যাব
তোমাদেরই গান।


সূর্যকুসুম হাসে মুক্ত নভে
আমরা হাসি ভূমে,
স্বাধীনতার তৃপ্তি ছুঁয়ে যাক
তোমাদের চির ঘুমে।


এই বাংলা সোনার বাংলা
বাঙালি আমরা খাঁটি,
লক্ষ বীরের রক্ত স্রোতের
এই বাংলা ঘাটি।


আমার প্রিয় বাংলাদেশ
বাংলা পূর্ণ ভূমি,
এ যে বিশ্বের সেরা দেশ
সোনার চেও দামী।


(১১ বছর বয়সে লেখা)
রচিত: ২০ সেপ্টেম্বর ২০১১, নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।