বন্ধু হবে?
এসো তবে,
মনটা নিবে?
দিলে পাবে।

আসবে কাছে?
সুযোগ আছে,
বসবে পাশে?
বসো এসে।

বলবে কথা?
এসো এথা,
বাসবে ভালো?
কোথাও চলো।

হাত ধরিবে?
হোক-না তবে,
চলবে যাথে?
দোষনি তাতে।

করবে গল্প?
কোরো না অল্প,
আরো কিছু?
যেও না পিছু।


রচিত: ১০, মার্চ, ২০১৪- নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
(ছোটবেলায় মজা করে লেখা)