নই
নশ্বর,
বচ্ছর-
বচ্ছর,
রাখিলেন
ঈশ্বর।


বিনা খুঁটি
তবু টুটি
যায়নারে,
কলেবরে
প্রলয়-ঝড়ে
ঘাত হানতে
নাহি পারে।


এ কেমন
নিদর্শন!
স্রষ্টার
ক্ষমতার
নাহি পার,
হেন ‘খ’
গড়া যার।


(১১.৫-১২ বছর বয়সে কবিতাটি লেখা)
রচিত: ০৭ জুলাই ২০১২; কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ