গুন-গুন গান গায়,
ঐ দেখ উড়ে যায়,
মৌচাক ঠিকানায়,
করে মধু সঞ্চয়।


ছেড়ে তারা মৌচাক,
ছোটে হয়ে ভাগ-ভাগ,
আসে ফিরে ঝাঁক-ঝাঁক,
এসে বিলায় অনুরাগ।


ফুলে-ফুলে দুলে-দুলে,
মধু খোঁজে প্রাণ খুলে,
মধু নিতে নাহি ভুলে,
মুখে রেখে চাকে তুলে।


মধু তারা খুঁজি-খুঁজি,
চাকে এনে করে পুঁজি,
মধু আনে নাচি-নাচি,
ভরিল চাক এই বুঝি‌।


কষ্টকে মেনে নেয়,
কাজ সদা করে যায়,
ফল পাবে সে আশায়,
করে মধু সঞ্চয়।


রচিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৪; কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।