এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী তুমি মা,
তোমার ওই সৌন্দর্যের হয় না তুলনা;
জগত ঘুরে যত দেখি সুন্দরের উপমা,
তোমার মতো সুন্দর নাই, শ্রেষ্ঠ তুমি মা!

তোমার কোলের দোলনায় যে আরাম,
আমি সে আরামে নিতে চাই চির বিশ্রাম;
ফের জন্মাতে চাই আমি তোমারই উদরে,
আবার ঘুমাতে তোমার দোলনার উপরে।
জগত সংসারে আমার আসুক যত নারী,
বুকে হাত রেখেই যে আমি বলতে পারি:
তোমার মতো যত্ন আমার কেউ নিবে না,
তাই তো আমার দুনিয়ায় শ্রেষ্ঠ তুমি মা।

পৃথিবীর সকল ব্যথা ভুলে যাই তখন:
যখন তুমি হেসে কর একটি আলিঙ্গন,
হারিয়ে যাই তোমার বিশাল উদারতায়,
খুঁজে পাই বাস্তবতা তোমার রূপকথায়;
চাঁদও যেন আসে দিতে কপালে টিপ,
যদি তুমি বলো নিভে যায় সূর্য-প্রদিপ;
তোমার গান ছাড়া চক্ষে গ্রহণ লাগে না,
কারণ জাদুবিদ্যায় যেন শ্রেষ্ঠ তুমি মা।

আমার ক্ষুধা নিবারণে তোমার ভূমিকা,
আমার ঘুম-জাগরণের তুমি পরিচারিকা;
তোমার উনুন না জ্বললে প্রাণ জ্বলে না,
তুমি প্রাণের স্পন্দন তাই শ্রেষ্ঠ তুমি মা।


(রচিত: ২৬ আগস্ট ২০২৩, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।)