কেন আমার বোনটি আজ নিরাপদ নয়?
কেন রাত হলেই হায়েনাদের সুর শুনতে হয়?
কেন মানুষ সারাক্ষণ করে যাচ্ছে অভিনয়?
কেন পুরুষ যুগ পার করে প্রবাসের মাটিতে?
কেন নারী পরকিয়ায় দেহ দেয় বিলিয়ে?
কেন সত্য চাপা পড়ে মিথ্যার বেড়াজালে?
কেন আমার গরিব ভাইটি খিদার জ্বালায় মরে?
কেন একটু ত্রাণ দিয়ে তুলতে হয় ছবি?
কেন নিরব আজ জগতের কবি?


কেন মানুষ করছে অন্যের দাসত্ব?
কেন তারা হারাচ্ছে নিজের বীরত্ব?
কেন হাত পা থাকতে করতে হবে ভিক্ষা?
কেন খাদিম টাকা খাবে মাজারের নাম করিয়া?
কেন জিকিরের সাথে গাঁজায় টান মারিবে?
কেন ওরশের নামে অশ্লীল গান বাজনা করিবে?


কেন বইয়ের পাতায় থাকবে শরিফ থেকে শরিফা?
কেন যুবতী নারী বিয়ে করবে ষাটোর্ধ বৃদ্ধা?
কেন ঘেউ ঘেউ করে মানুষ হয়ে যাচ্ছে শিল্পী?
কেন রুচি নিয়ে প্রশ্ন উঠে শ্রষ্ট জীবের মাঝে?
কেন বিবেক বিক্রি হয় সামান্য অর্থের কাছে?
প্রশ্নগুলো রয়ে গেল আমজনতার কাছে।