✍️ পৃথা চ্যাটার্জী

দুইটি চড়ুই ঝগড়া করে🐥🐥
রাত্রি হলে রোজ🌠
ও পাঁচি তুই বড্ডো মোটা!
অন্য বাসা খোঁজ,!!

গরম কালে ঘুমের ঘোরে!😴😴
হয় যে ঘেঁষাঘেঁষি!!
এই ভাবে কি যায় রে শোয়া!
দুজন পাশাপাশি!!

এই ভুতু তুই বলতে কি চাস!
বলতো খুলে আজ!!
খুঁজবো এখন নতুন বাসা!
এটাই এখন কাজ?

দিন দুপুরে আনবো ঘুরে☀️
খাবার খুঁজে রোজ!!
বাসায় বসে পেট বাজিয়ে!
তোর চলবে মহাভোজ!!
তারপরেতে রাত্রি হলে!
খুঁজবো আমি বাসা!!
মোটকা ভুতু দেখছি আমি!
বুদ্ধি রে তোর খাসা!!

বললো ভুতু নাক বেঁকিয়ে!
ঝগরুটে তুই খুব!!
তোর মতো যে আর দেখিনি!
এমন তুই হিংসুট! 😡

এমনি যতো রাত্রি বাড়ে!
ঝগড়া বাড়ে রোজ!!
এক বাসাতে যায় না থাকা!
অন্য বাসা খোঁজ!!

অবশেষে পেঁচি রোজ!!
মেনে নেয় হার!!
বলে পেঁচি " ওরে ভুতু কাঁদিস না আর"😭
আয় দেখি বোস পাশে
থাম ওরে থাম
বাসায় আনবো এসি
কতো আর দাম?