পৃথা চ্যাটার্জী✍️

রাজা তুমি নয়কো ভালো  মোটে
আটচ্ছো বসে দিন রাত্রি ফন্দি
আগামী প্রজন্মকে তুমি
অন্ধকারে রাখবে  করে বন্দী?

রাজা তুমি নয়কো ভালো মোটে
বুদ্ধি তোমার নয়তো ভালো বুঝি
আনছো খুঁজে সমস্ত দেশ ঘুরে
তোমার মতোই তোমার পোষা উজির

রাজা তুমি ভাবছো বসে জানি
অন্ধ করে রাখবে তুমি সবে
সবাই যদি অন্ধ হয়ে থাকে
যা, চাইছো তুমি তেমনটা ঠিক হবে

করছো জানি অনেক কেরামতি
সেসব করে কি বা এমন হবে?
উদয়ন পণ্ডিত আসবে আবার ফিরে
আবার কোনো দুঃখী মায়ের  ঘরে

বাঁচিও সেদিন তোমার সিংহাসন
সময় বুঝি এবার এসে গেছে
ভয় পেয়েছো জানি হীরক রাজা
আসন তোমার হাতছাড়া হয় পাছে

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
*সংগৃহীত: (দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান)*