আমার একলা আকাশ ডুব দিয়েছে বিষণ্ণতার সাঁঝে
ভীষণ ভাবে চাইছি শুধুই চাইছি তোমার হতে
অভিমান আজ বাঁধ সেঁধেছে আমার তোমার মাঝে
দিনের পরে রাত নেমেছে তোমার অপেক্ষাতে
হয়নি সময় তোমার তবু অনেক কাজের মাঝে

হাজার ভিড়ে ও একলা আমি পাইনি তোমার দেখা
আগের মতোই আজও আমি ভীষণ রকম একা

কত্ত কথা বলার ছিল তোমার পাশে বসে
ভেবেছিলাম বলবে তুমি মুচকি করে হেঁসে

দিনের পরে দিন কেটেছে নিজের মতন করে
রাতের কালো ও মিলিয়ে গেছে পরের দিনের ভোরে

শুধু অপেক্ষাটাই  একই আছে
আগে যেমন ছিল
শুধু বদলে গেলাম তুমি আমি নিজের মতন করে