হৃদয় দেওয়ালে ক্ষতের সে দাগ
তবু আছি অক্ষত
এখন যে আর সঙ্গী খুঁজি না
আছি আমি আমার মতো

মধ্য রাতে সিগেরেট হাতে
খুঁজি না তোমাকে আর
বোবা ফোনটা কে আর যে দেখি না
হাতে নিয়ে বার বার

শখ করে আজ  রাত জাগি শুধু
সিগারেটে পোড়া ঠোঁট
মনে আশাটুকু তবু জিয়ে রাখি
স্বপ্ন দেখি যে রোজ

আঁধার কেটে ভোর ঠিক হবে
পাবো যে আলোর খোঁজ