এখন অনেকটা রাত,............
আর কাউকে জালাতন করতে চাই না,
হইত কাল সকালে সুপ্রভাত জানাতে পারব না তোমায়
অবাক হয়ে যেয়ো না আমার কোনো বন্ধুর ফোন পেয়ে
আঁতকে উঠো না আমার নিথর শরীরটাকে দেখে,
কারন, এই পথটা যে তোমার বলে দেওয়া!!!


দোষী করছি না তোমায়; দোষ???
সে তো আমার অদৃষ্টের,
সুধু এই পথ টা তোমার বলে দেওয়া!!!
আজ বিজয়া...... অদ্ভুত ভাবে মায়ের প্রতিমার সাথে
নিজের শরীরের মিল খুজে পাচ্ছি-
একই সাথে ডুবে গিয়ে নিথর কাঠামো দুটো ভেসে উঠবে!


আমার এই মধ্যবিত্ত ছা-পোশা শরীরে
ভালবাসার রক্ত টা খাপ খেল না মনে হয়।
ভালবাসার স্বপ্ন, তা স্বপ্নই থেকে গেল!


শুধু বেঁচে থাকো তুমি, বাঁচুক তোমার অহঙ্কার,
বেঁচে থাকুক ভালবাসাহীন এই পৃথিবী টা।
আর আমার মত ভালবাসার স্বপ্ন নিয়ে যারা বাঁচতে চাই,
তারা যেন তাদের ভালবাসা কে বাঁচিয়ে রাখে।
বাকি সব অনুভুতি মৃত......... আমার-ই মত!!!!
“শুভ বিজয়া”