'  নদীমন ' বাড়িটা যেন চাঁদেরহাট
রাতদিন জ্যোৎস্না ঝরে পরছে।
বাড়িটির  দুধসাদা রং, উঠনে রোদ আর -
ঘাসেদের ছু কিত্ কিত্ দেখে -
ভেতরের সুখ বাইরে স্পষ্ট হয়ে ওঠে।


ক্রমে জীবনের জৌলুষ ঢেকে যায়
ছায়াদের সারিতে, ছায়ারা দীর্ঘ হয়।


তবু প্রতি বসন্তে লেবু গাছে ফুল ফোটে
গন্ধ ছুঁয়ে যায় বাড়ির জানালা, দরজা, কড়িকাঠ।
লেবু ফুলের টানে ছুটে আসা -
পাখি, প্রজাপতি,  ভ্রমরের চঞ্চলতায়
নিষ্প্রাণ বাড়িটি প্রাণ পায়।


আর মাঝে মাঝে বহু দূর দেশ থেকে আসা
রিং রিং শব্দে নাড়ি ছেঁড়া অনুভুতি জেগে ওঠে ---।