সভ্যতার বিকাশের দুরন্ত অগ্রধাবন  
পৃথিবী যেনো হয়েছে ত্রস্তমান,
পালিতা  যে পৃথিবী এখন  
অসহিষ্ণুতার ধর্ম দিয়ে,
ঠগ- প্রবঞ্চনা, ধর্ষণের ধর্ম দিয়ে,
বুভুক্ষ জনতার সংগ্রাম এবং
যন্ত্রণার ধর্ম দিয়ে I
বিধস্ত অধুনা যেনো পৃথিবীর সময়
ছড়িয়ে পরেছে আজ
সঙ্গিন উত্তাপ  
সেই বিধস্ত সময়ের  
পৃথিবীর আকাশ বাতাস,  
জ্বলছে আজ সমগ্র পৃথিবী,
জ্বলছে বিশ্বের ক্ষুব্ধ মানুষের দেহ-মন
নতুন দিনের স্বপ্ন আনার
বৃথা আস্ফালনে ,
জ্বলছে কবির হৃদয়  
স্পর্শ করে তা কবির কবিতায়
হয়ে উঠুক সেই কবিতা এক নিষ্কলঙ্ক হাতিয়ার
নিয়ে এনে সমাজে বিদ্রোহের শিখা
সেই শিখায় পুড়ে নিয়ে
গড়ে তুলুক নতুন সমাজ
দেশে দেশে পৃথিবীতে I


-------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  01/07/2017