বসন্তের উতলা বাতাসের
তুমি  দেবী বাসন্তী
হাজার বছর ধরে  এসেছো  ধরায়  
করে দুষ্টের  দমন আর শিষ্টের  পালন  


ডেকেছিলো তোমাকে
শ্রীরামচন্দ্র অকাল বোধন করে
শরতের  স্নিগ্ধ ঋতুতে
সীতা হরনকারী  দস্যু  রাবন বিনাশে ...


সবাইয়ের পূজিতা  তুমি
গর্বিতা দেবী দুর্গা ...
প্রহারিত তোমার হাতে  
দানব বিশ্বগ্রাসী,
বধিত তোমার হাতে  
রক্ত- কলংকিত বুভুক্ষিত  দৈত্য..
মহাকালী  রূপে  তুমি সংহারী
ধ্বংসের    যজ্ঞ লীলায়, ..


সৌভাগ্যবানের  তুমি  হৃদয়ের রানী    
মহিমাময়ী  মাতৃ,  মহা শক্তিধারী ...


আসবে কি  ধরায়  আজ
বিনাশ করতে  তুমি
অন্যায় অবিচার সমস্ত সমাজের  
দেবীর তাণ্ডব  নৃত্যে ?
দেখবে বিশ্ব   তোমাকে কখন
গলায় মুণ্ডমালা পরা কালীর  রূপে  
সমাজের   রক্ত পিপাসু  আর নর পিশাচের  ?


অসহায়  বিশ্ব  এখন   তাকিয়ে  আছে  শুধু   তোমারই  দিকে !


-------------------------------------------------------------------
Dr Pritish Chowdhury                  25/08/2017