বছরের শেষ দিনটিত
বসে আসি  অপরাহ্ণ বেলায়  সমুদ্রের তীরে …


অস্তাচলে অস্তমিত সূর্যের  হেঙুল আভার আলিঙ্গন  
চোখ, মুখ আর আমার সমস্ত শরীরে
ঠিক প্রতি দিনের মতোই ….
অথচ আজ আমাকে  সে বলছে
নতুন বছরের নতুন আলো  নিয়ে ফিরে আসার কথা ..



সমুদ্রের নোনা  জলের  জল- কেলি  ঢেউর সাথে ঠিক আগের মতোই ...
এক ঝাক শঙ্খচিল ডানা মেলেছিল ঘর-মুখী হয়ে  আপন খেয়ালে
ঠিক আগের মতোই…

শুধু আমি  রয়েছি নতুন দিনের নতুন আলোর প্রতীক্ষায় !!


প্রাচীর সাজিয়ে থাকা ক্যালেন্ডারের জীর্ণ মুখ..
চোখের দৃষ্টি তার নিচের ডাস্টবিনের দিকে
সুখের ঘুম নিতে ...


আমি প্রহর গুনে থাকলাম আমার জীবনের জীর্ণ ক্যালেন্ডারে ...


----------------------------------------------------------------------
Dr Pritish Chowdhury                                31/12/2017