জীবন মহাভারতে,
একলা অশ্বারোহী তুমি
রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত  দেহ তোমার
সংগ্রামের তীব্র তরোয়ালের ধারে...
তবুও হৃদয়ে ভরে থাকবে যে তোমার
জয়ের মাদকতার উল্লাসে  I
`অনুকম্পা' কে জোড়ে নিতে দাও হে
নেপোলিওনের `অসম্ভব' র  সাথে
তোমার জীবন অভিধানে  I
মৃত্যু ভয় মানেইতো নয় যেনো
বার বার মৃত হওয়া ?
তুমিতো জানো
পরাজয়ের গ্লানি-সিক্ত অমনি মৃত্যুর বাসনা
মাত্র কাপুরুষেরেই কাম্য
যে মৃত হয় বহুধা মরণের আগে ...
কদাপি তো নয় বীরের তদ্রুপ  মৃত্যু-কামনা
যে মৃত হয় শুধু একেই বার মৃত্যুর আলিঙ্গনে I
এটাওতো তুমি জানো
ফুল পেয়ে কাঁটা  ভুলে যাওয়া  
সুখ পেয়ে দুঃখ   ভুলে যাওয়া
জীবন পেয়ে মরণকে  ভুলে যাওয়া  
আছে কোনো সার্থকতা সেমত জীবনের ?
তাই কবি হীৰুদাৰ সাথে আমিও গেয়েছি আজ
সেই মৃত্যুর জয়গান......
`মৃত্যুওতো একটি শিল্প
জীবনের কঠিন শিলে কাটা একটি
নির্লোভ ভাস্কর্য্য' ......
রক্তের শিরায় শিরায় প্রবাহিত অব মোর
মিঠা শিহরণ তদ্রুপ এক মৃত্যুর
এই জীবন মহাভারতে  I


---------------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  28/07/2017


বি. দ্র :  `সুগন্ধি পখিলা` খ্যাত আসামের  প্রথিতযশা কবি হীরেন ভট্টাচার্যের  পুণ্য তিথির স্মৃতিতে উৎসর্গিত এই কবিতা