আঁকড়ে ধরে রাখি স্মৃতির  আয়না
প্রতিবিম্বিত করে
সোনালি রোদের সোনালি আভায় রাঙানো
  কৈশোর-যৌবনের আকাশ …
ধূসর বর্ণের চুল- দাড়ি যখন
বাস্তবের আয়নায়,
জর্জরিত শরীর-মন বয়সের আঁচড়ে  
অমৃত-সম নস্টালজিয়া
কবিতা পাঠে তোমাকে নিয়ে লেখা ..


করছিলাম না বারণ তো কোনোদিন  তোমাকে
চলে যেতে সেখানে
তোমার খ্যাতি, প্রশংসার মধুরতম কথা
অপেক্ষারত যেখানে
বলেছিলাম আমি তোমাকে
ভুলে  যেও না  তুমি   আমাকে ...


ভেসে থেক তুমি আনন্দের বন্যায়  যখন  
অন্যের বাহু বন্ধনে,
কিংবা তোমার দয়িত বন্ধুদের  সান্নিধ্যে
বলেছিলাম আমি তোমাকে
ভুলে  যেও  না তুমি  আমাকে ...


সাঁজের আকাশে উদিত প্রিয় তারা তোমার
যখন আলোকিত করে তোমার ঘর ফেরার পথ,
রৌদ্রস্নাত তপ্ত দুপুর বেলা    
যখন তোমার ক্লান্ত দুই চোখের দৃষ্টি
নিবদ্ধ  ফুটন্ত  ফুলের দিকে
আর তুমি ভেবে থেক তার কথা
প্ররোচিত  করেছিল যে তোমাকে
সেই ফুলের সাথে পড়তে প্রেমে….  
বলেছিলাম আমি তোমাকে
ভুলে  যেও  না তুমি  আমাকে ...


------------------------------------------------
Dr Pritish Chowdhury        20/11/2017