তোমার প্রেমাত্মা  ছড়িয়ে পড়া আমার দেহ
ফাগুনের ঝরা পাতার  মতো দগ্ধ
শরীরের  রক্ত প্রবাহী শিরা উপশিরা  
তোমার প্রেমের জুইতে ..
দেহের রন্ধ্রে রন্ধ্রে আমার অনুভূত
তুমি না বললেও …আমার প্রেমাগ্নিতে দগ্ধ  
তোমারও শরীরের রক্তবাহী শিরা উপশিরা….
কি আশ্বর্য ,
তবুও তুমি বন্ধ করে রেখেছো তোমার প্রেম
অভিমানের বন্ধ কোঠায়..


শ্যামল সন্ধ্যার রঙীন দৃষ্টি
ডাকছে অহরহ রোমিও মনকে আমার
ককটেল গ্লাসে ডুবে থাকতে আমার যামিনী ..
বর্ষা নেমেছিলে আমার মন
তোমার দুই নীল চোখে উত্তাল সংগীতের  উন্মাদ লহরে ..


ঘন নিশ্বাসে কাবু হওয়া রাতের দেহ
গিলে ফেলায় সূর্য  সকল বেলা
গুলামের  গজলের  সুর আর  বিরহের চোখের জলের সাথে..
প্রেম পিয়াসী  মন আমার
তোমার প্রেমের দুয়ার বারবার খুলার প্রয়াসে
গিয়েছে আটকে নরকের দ্বারে…


---------------------------
Dr Pritish Chowdhury   28/08/2017