মানবদেহ তুমি রবে নিথর হয়ে,
এই মর্ত্যের পথে পথে, ধূলিকণার
সাথে উড়বে না আর বাতাসের ডাকে
সাড়া দিয়ে; পৃথিবীর মায়া ত্যাগ করে
যেতে হবে বহু দূর(যেথা হতে কেউ
ফেরে না আর)! রঙিন স্বপ্নের বুনট
আঁকবে না, কেউ তোমার ডাকে দিবে না
সাড়া! তবে কেন এতো সংগ্রাম করো?


মিছে মিছে পথ চলে লাভ হবে কিবা,
এসো তাই আলোর পথে, যুগের পর
যুগ যে পথের সন্ধান দিয়েছে মহা-
মানব, আল্লাহকে দিয়েছেন চিনিয়ে।
সকল পথের ঊর্ধ্বে সে পথ, সময়
থাকতে আজি ধরো সেই সত্যের পথ।