সাহিত্য পাঠ্যসূচির মতো জোর করে অন্যকে গলধঃকরণ করানো যায় না। মানুষ নিজের ইচ্ছাতেই সাহিত্য অনুরাগী হয় এবং পড়ে। তাই সাহিত্য হওয়া উচিত সহজ সরল ও প্রাণচঞ্চল। সহজে গ্রহন করতে পারে এমন রচনা সবার কাছে কাম্য। কিন্তু বর্তমানে দেখি অনেকেই দূর্বোধ্য কবিতা, গল্প, নাটক, উপন্যাস লেখেন যা মানুষকে সাহিত্যের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সবকিছুর শুরুটা হওয়া উচিত আকর্ষণীয় যাতে পাঠককে সহজে সেই রচনার প্রতি আগ্রহ সৃষ্টি করে।