এক এক করে সবাই যাবে,
শিমুল তুলার মতো বাতাস আসার আগেই-
তুমি গেছ,
আরেক জন গেছে
যারা বর্তমান আছে-
পরে যারা আসবে তারাও যাবে।
একদিন আমিও.... ।
রাতের আধার ভেঙে প্রভাতের
সোনালি সূর্যের আলোর মতো চিরন্তন এ খেলা। 
অতিথি হয়ে আসা এই ক্ষণস্থায়ী জীবনে
লাভ কী বলো অন্যের মায়ায় জড়িয়ে?
কোনো লাভ নেই সঙ্গী বাড়িয়ে,
কদম-বৃষ্টির মিলনের মতো হাসির
ফোয়ারায় অবগাহন করা অন্যথা
ব্যথিত হৃদয়ের খোরাক যোগাতে
মধ্যখান থেকে অন্তহীন অচেনা
অনাকাঙ্ক্ষিত পথে নিজেকে হারিয়ে ফেলা।
স্বাভাবিক চলার ছন্দের পতন ঘটিয়ে
শৃঙ্খলাহীন পথ চলা,
শ্লথগতিতে নির্ভর হয়ে পড়া
যেন ছড়ানো ছিটানো মেঘের কুণ্ডলী,
এলোমেলো দিগ্বিদিক উদ্দেশ্যহীন ছুটে চলা।
ভাঙা ফ্যানের মতো পরিবেশ দূষণ করে
অন্যের গলার কাটা হওয়া, শামুকের
ধীর গতি আয়ত্তাধীন করে নিত্য আড্ডায় মাতা।
দুদিনের ব্যথিত অতিথিকে আপন সঙ্গী করে
সামনে এগিয়ে চলা যেন হতাশার প্রতিচিত্র।
সামনে পিছে ঘটবে  কিংবা ঘটেগেছে
যেন মরীচিকার মতো সবই মিছে।