কবিতা ভালো লাগে না বলেই
কবিতা পড়ি, উছলে পড়া ঢেউয়ের মতো
নিরন্তর আঘাত হানি হৃদয় বেদিতে।
মনাকাশে সবুজ মেঘ উড়িয়ে
অবগাহন করি ইচ্ছার শেষ বিন্দু দিয়ে।
তোমারই প্রতীক্ষায় পড়ে থাকি
ওই মেঘের ছায়াতলে
মাতাল হয়ে ময়ূরের পেখমমেলা নাচের তালে
নিদ্রাহীন দু চোখ মেলে যেন হাওয়ায়
ভেসে চলা সাদা কাকের চকিতা চাহনি
আশার গগণে খুঁজে ফিরি।