এখনও তোমার জন্য একটি কবিতা লেখা হয়নি,
সময় পায়নি তা নয়, শতচেষ্টাতেও লিখতে পারিনি।
কতো ডায়েরির পেজ নষ্ট করেছি তোমার সুন্দর-
মুখশ্রী পেন্সিল দিয়ে আঁকবো বলে, কিন্তু পারিনি।
ব্যর্থমনোরথ আমাকে বারে বারে ধিক্কার দিয়েছে।
অদৃষ্টলিপি আমাকে বিমুখ করেছে,
ইচ্ছাকে পায়ের নিচে পিষে পিঁপড়ার মতো মেরেছে তবু.....।
তবু আশা ছাড়িনি। নতুন করে
আশার বীচ বপন করে চলেছি বীচতলায় দাঁড়িয়ে থাকা কৃষকের মতো।
কষ্টের পাহাড় দুহাতে উচিয়ে ধরে এগোতে চেয়েছি কিন্তু হতাশ হয়নি।
আমৃত্যু তোমার ছবি এঁকে পাবলো পিকাসো কিংবা ভিন্সি হতে পারবো না
তবে হুদহুদের মতো ভালোবাসার দূত হয়ে
ভালোবাসার চিঠি বহন করে নিয়ে যেতে পারবো তোমার শত দ্বারের বন্ধন ভেদ করে।
অপেক্ষার প্রহর গুণে যেতে পারবো
তোমার পদধূলিরঞ্জিত ভালোবাসা পাওয়ার জন্যে,
তোমার দুহাতের আলত ছোঁয়া নিয়ে দুর্গম পথের বাঁধা ভেদ করার জন্যে।
আমি দাঁড়িয়ে আছি তোমার ভালোবাসার কিনারে
চাইলে ধাক্কা দিয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারো,
পারো আপন করে নিতে মায়াবী ভালোবাসার দৃঢ় বন্ধনে।