নাম জানিনা তাই
               নাম দিয়েছি অনামিকা,
বা পাশের ওই বুকের ভেতর
         আজো তোমার নামটি লিখা ।

বর্ষার দিনের কদম ফুলে--
           তোমার নামের আভাস দুলে
                ছড়িয়ে আছে হৃদয় মূলে
তোমার নামটি হে কমলকলিকা।

চাতক-চাতকী আকাশ পানে --
              বৃষ্টির আশায় দিবস গোণে
             নিস্তব্ধ আধারে সংগোপনে
আকাশ তারায় তোমার  নামটি লিখা ।

জগৎ জুড়ে তোমার নামের আরাধনা --
      স্বয়নে স্বপনে হৃদয় করে যোগ সাধনা
         তোমাতেই বিভোর যেন প্রেমবাসনা
কোথায় সুদূরে আছো তুমি নিহারীকা ,
নাম জানি না তাই নামি দিয়েছি অনামিকা ।।