তুমি আমায় গাল দিয়েছ,


আমি তোমায় বর দিলাম।


কঠিন কঠোর গদ্যে তোমার


পদ্ম পাতার ঘর দিলাম।



শব্দ গুলো জব্দ আমার


ছদ্ম নামে লিখছি তাই


পদ্য লিখি পদ্ম পাতায়


কোথায় আর পাচ্ছি ঠাঁই?



কুঞ্চিত ভ্রু'র নাচন তোমার


বক্র চোখে তুচ্ছ আঁচে


এমন ভাবে শুধলে আমায়


যেন আমার পুচ্ছ আছে।



আমার বটে পুচ্ছ আছে


তোমার তবে শিং দুটো,


রগ ফুলিয়ে,নাক ফাঁপিয়ে


ঘাড় বেঁকিয়ে, খুব ছুটো।



তুচ্ছ আমি? পুচ্ছ আমার?


মানব কি তুমি একাই?


শয়তান টার ঘুড়ি আমি?


তুমিই তো তার নাটাই।