বোটানিক্যাল ইকোপার্ক
প্রণয় আচার্য্য
গদ্য কবিতা
-----------------------------------------------------
খুব কাছথেকে তোমাকে দেখেছি
এতোটা কাছথেকে হয়তো কখনো আর দেখা হয়নি।
তোমার শরীরের অপার সৌন্দর্যে আমি মুগ্ধ।
লাঙলে চাষ দেয়ার মত সরণী বেয়ে যতটুকু উপরে উঠি-
ততোই যেন আমি তোমাতে বিলীন হয়ে যাচ্ছি।
তোমার এই সৌন্দর্য দেখে -
হলুদ রঙের আবরণে যেন ঢাকা পড়ে যাচ্ছে আমার অন্তরীক্ষ !
অপার সৌন্দর্যে বিস্তৃত, গাঢ় সবুজে ঢাকা তোমার অবয়ব।
তুমি যেন চিরযৌবনা! যৌবনোদ্দিপ্ত প্রাণচঞ্চলা এক কিশোরী।
তোমার কলেবরের সৌন্দর্য আমার প্রেমহীন হৃদয়ে-
নতুন প্রেমের সঞ্চার করেছে।
তোমাকে দেখামাত্রই হৃদয়ের গহীনে এক অজানা শিহরণ জেগে উঠে।
বোটানিক্যাল ইকোপার্ক -
মেদিনীর উপর তুমি যেন এক অপার সৌন্দর্যের অটবী।
তোমার অঙ্গে ভালোবাসার পাণি ছোঁয়াতে ইচ্ছা জাগে।