সকাল বেলা সূর্য্য হাসতো
দূর আকাশের পানে
দুপুর হলেই রোদের চোটা
লাগতো আমার প্রাণে।
বিকেল বেলায় শান্ত রোদে
খেলা করতাম মাঠে
সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে
ছুটে যেতাম ঘাটে।
হাত- পা ধুয়ে যখন আমি
ফিরে আসতাম ঘরে
মন দিয়ে রোজ পড়তে বসতাম
বিশ্রাম নেয়ার পরে।
বাবা আমায় করতো শাষণ
পড়ায় ফাঁকি দিলে
অন্যায় করলে ক্ষমা পেতাম
মায়ের আশ্রয় নিলে।
রঙ্গীন ছিলো যেদিন গুলো
আজ হয়েছে কালো
হাত বাড়িয়ে খুঁজি এখন
হারানো সে আলো।
দুই হাত আমার শূন্য থাকে
খুঁজে পায় না কিছু
ফেলে আসা স্মৃতিরা সব
করছে আমায় পিছু।