আধুনিকতার অগ্রপথে
কুলাঙ্গারের ছাপ,
বিবেক দিয়ে জলাঞ্জলী
বরণ করছি পাপ!
নিষিদ্ধতায় ঝুকছি এখন
তাতেই আকর্ষন,
করছি বিবেক বিকিকিনি,
নিলাম হচ্ছে মন।


শিক্ষা-ই জাতির মেরুদন্ড
শিক্ষক জাতির পিতা
অথচ তার চোখে যেন
দেহ মাপার ফিতা!
বিবেক দিয়ে জলাঞ্জলি
মাতছে লালসায়,
ছাত্রীগুলো সাপের মাথার
মণি আনতে যায়।
ছোবল খেয়ে বিষের জ্বালায়
ডুকরে কাঁদে শেষে,
আর মুখোশ পর সাপরা থাকে
সম্মানিতর বেশে।


(১৫ই জুলাই ২০১৪, মঙ্গলবার)