কম্পায়মান বেহালার তার থেকে
ভেসে আসা সুরে
বক্ষস্থলের অস্থিরা কম্পমিত;
অলিন্দের চালায় অলাবুরা কাঁদে;
ঢেঁকিঘরে ঢেঁকিটা একা;
প্রজ্বলিত প্রদীপের শিখারা ম্রিয়মাণ,
তিমির ঘনিয়ে আসছে।
আমার শিথানে-পৈথানে হাহাকার,
তুমিহীন শূণ্য গৃহ!
শ্লাঘা করার মত কিছুই নেই,
দেখ, আমি আজ শ্রান্ত!
একদা দস্ত আজ জবরজঙ্গ!
জত্রুতে ছেষট্টির টান!
শুধু গবাক্ষে অপলক দৃষ্টি,
লক্ষ্য-তোমার গোর।
মস্তিষ্কের ক্ষমতারা হ্রাস পাচ্ছে,
উপলব্দির সেলগুলো বলছে-
অচিরেই তোমার পাশেই হবে
আমার অন্তিম শয়ান।


(৪ঠা জুলাই ২০১৪, শুক্রবার)