তোমার হূদয়ের অভিকেন্দ্র আমি,
অভিজ্ঞায়ই জন্মেছে প্রণয়ের কোরক।
তোমার আঁখিতে যেন বাসবীর ছাপ
হাসিতে, পূর্ণেন্দুর জোছনাধারা ঝরে।
তোমার বৃংহিত বক্ষের রূপে
টলমলে, ভারতীর চরণচুম্বী কাব্যরা।
তোমার পাণি ধরে কোন শ্রাবনে
ভিজবো দুজন নীরে-কদম্বের তলে,
নীহারের বুক চিড়ে বানাবো কুটির,
তল্প বিছাবে, তোমার হিয়ার মাঝে।


(১৩ই জুলাই ২০১৪, রবিবার)