একটা কাগজের নৌকা ছিলো।
বর্ষায় আমার প্রিয় আঙিনায়,
ভরা জোয়ারে পুকুর ঘাটে,
কিংবা যত্নের গোলাপজলের
পাত্রে তাকে ভাসাতাম-
ভালোবেসে।
যখন বৃষ্টিবিলাসী হয়ে
ভিজে চুপচুপে হয়ে যেত,
তখন আবার ভালোবাসার
আদরে জড়িয়ে শুকাতে দিতাম
আমার হৃদয়ের উষ্ণতায়,
ভালোবেসে।


আমি আমার খেয়ালে ব্যাস্ত
ছিলাম; কভু জানতে চাইনি
নৌকোর হূদয়ের ব্যকুলতাটাকে,
তাইতো ভিজিয়েছি কারনে
অকারনে, আমার ইচ্ছেমত।
অতঃপর একদিন বুক মেলে দেখি
নৌকোর ভাঁজে ভাজে ছেড়া!
আমার ইচ্ছের খামখেয়ালিতে,
হারিয়ে ফেলেছি আজ ভালোবাসাটুকু!


আজ আমি কাঁদি একা,
নৌকোকে হারানোর বেদনায়,
তবে তার থেকে বেশি কাঁদি
নিজের উপর জমা ঘৃনায়,
আর সময়ের বেখেয়ালের অনুশোচনায়।


(২৩ই জুলাই ২০১৪, বুধবার)