//হৃদয়েশ্বরী//
                                        --প্রসেনজিৎ পাল।
তুমিতো আমার স্বপ্নের কন্যা,
নিপটে একবার আমার হও না!!
যদি বলো ,আমার হবে না;
বাধ্য করবো না, তোমারে অযথা॥
কেবল নীরব মনটিতে থাকবে তুমি,
স্বপ্নে ভাসিবে তোমার চক্ষুমনি।
প্রতিক্ষনে যেমন করে কাঁদি একা,
তোমার গোপনে রয়েছে বহু আমার ব্যাথা ঢাকা॥
অসংখ্য কবিতা লেখা,তোমার গোপনে,
যেগুলি লিখিছি কেবল,তোমারি সনে।
যেগুলি পড়েছি কেবল আমি একা,
ক্ষনে ক্ষনে কেঁদেও,দিয়েছি মনেরে ঢাকা॥
চিত্তস্থলে তোমারে,করেছি রোপন;
হেতু চিরকাল তোমারে করিবো আড়ালে পূজন।
কেবল আমিই তোমার চিত্তের পুজারী,
হেতু তুমিতো আমার হৃদয়েশ্বরী॥
ওগো হৃদয়েশ্বরী,
তোমার কাছে আমার অভিযাচন,
বলোনা, কি করিলে---
পাওবো তোমার ওই অনাবিল অন্তঃকরন???


✍✍✍✍✍