প্রলয়রাজের ক্রোধের আগুনে প্রজারা অসহায়,
দুর্ভোগে করে ছোটাছুটি; পুড়ে মরে পিপাসায়।


প্রজাদের প্রাণের আশা হয়ে আসে রানী বর্ষা,
সেই বর্ষায় রাজ্য উজাড়, আবার দুর্ভোগ-দুর্দশা।


"এবার আসবে সুশাসন", হিমরাজের প্রতিশ্রুতি।
নিশ্চুপ হাহাকার প্রজাদের, এ যেন তুষার-হুতি!


প্রজাদের শত দুঃখ-কষ্ট-বেদনার অবশেষে,
ঋতুরাজ এলো অবসান নিয়ে চিরশান্তির বেশে।


রাজ্য সাজায় সুন্দর সব বর্ণ এলোমেলো,
কুড়ি পক্ষের ধৈর্য পেড়িয়ে শান্তি এবার এলো?


ক্ষণিকের সুখে মেতে ওঠে তারা উৎসব-উল্লাসে।
দূর থেকে প্রলয়রাজের তুফান ধেয়ে আসে।