অবশেষে
দেবী যখন ছুঁয়ে দিল হাত
আমি ধ্যানের অসমপ্রজনাতা থেকে জেগে উঠলাম
তখন ঢেউয়ের আছড়ে পড়া বালুকা আমি
তখন আমি আকাশের বুকে হেলান দেয়া
ঘুম-ভাঙ্গা বিস্তীর্ণ সজীব পাহাড়
তখন চাঁদকে ছুঁয়ে চাঁদের আলোয় উদ্দাম আমার নাচ
নাগের বিষাক্ত ফণা


তখন আমার সামনে শুধু দেবী
আর দেবীর সামনে তার
নিযুত বর্ষের সিদ্ধাই পূজারি।