(শ্রদ্ধেয় হাসান আজিজুল হককে)


তোমার প্রতিটি অক্ষর
লোহিত কণিকায় আনে প্রাণের জোয়ার
অণুচক্রিকায় জোগায় অসীম তেজ
আর শ্বেতকণিকার অন্তরঙ্গ বন্ধন
দৃঢ় থেকে দৃঢ়তর হয়।


রক্ত যখন পুনর্বিন্যাসিত এভাবে
আমি কাজের গতি পাই স্নায়ুর অলিতে গলিতে
আমি জেগে উঠি- মুঠোভর্তি নতুন প্রাণ
আমি সৃষ্টি হই- সম্মুখে মুখর সময়


আমি অনূদিত হই নতুন অভিজ্ঞতায়
আমি পৃথিবীর পথে খুঁজে নিই নিজের গতিপথ
নিজের আহ্নিক গতি-
নিজের বার্ষিক গতিও।


শরীরের প্রতিটি কোষ জেনে যায় মুহূর্তে-
যতদিন বেঁচে রব, মরব না ততদিন-
মরতে হয় না।