‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’
আর অমনি আমি আগুন হয়ে ছড়িয়ে পড়লাম
পথে তুমি বিকাশমান উত্তাপ
তুমি ঘূর্ণিঝড়, তুমি লু হাওয়া...
সে হাওয়ায় আগুন দ্বিগুণ হলো
বহুগুণে ছড়িয়ে পড়ল অতঃপর-
বিছানা থেকে ঘরময়
সোফা থেকে পুরো বাড়ি...


ঝনঝন কাঁচভাঙার শব্দে
কেমন করে সে আগুন গলে
জল হলো!