তুমি খুঁজছিলে আকাশগঙ্গা
অথচ পূর্ণিমার চাঁদ ছিল খুব কাছেই
হাত বাড়ালেই ছোঁয়া যেতো-


কিন্তু তোমার আকাশগঙ্গা চাই
আঁধারকেই শেষে বেছে নিলে-
অমাবস্যায় খুঁজতে গেলে তাকে


অথচ তুমি জানো-
চাঁদই অমাবস্যাকে ধার দেয় সময়!