শান বাঁধানো পুকুর
নিত্য স্নান, সাঁতার, ডুব সাঁতার-
সবই রুটিন মাফিক


আমি যত্নে রাখি পুকুর, পুকুরের জল, পাড়
ফুলের গাছে ফুল ফুটাই, ফলের গাছে ফল-
পরিপাট পুকুর-ঘাট, পুকুর-পাড়


একদিন নদীর স্রোতে
ঠাণ্ডা জলের স্পর্শ পেতেই
বদলে গেল সব ধারাপাত
বদলে গেল স্নান
বদলে গেল সাঁতারের সংজ্ঞা, প্রথাগত রীতি


এখন নদীর টলটলে জলে ডুব সাঁতার
এখন অযত্নে ছোঁয়া শান বাঁধানো পুকুর ঘাট…


বন্ধুর সাথে এই খর-নদীতে না এলেই
ভালো থাকতাম বেশ!