বাংলার মাটি সুজলা সুফলা,
শতরঞ্জিত হলো এবার বংগমৃত্তিকা ।
এর পেছনে রয়েছেন বাংলার কুমার ভাইয়েরা ।।


হাতের নিপুণতা দিয়ে
মাথার ঘাম পায়ে ফেলে,
মাটির সামগ্রী  তৈরী করে বাংলার এই ছেলে।


কষ্ট এদের নিত্য সংগী,
মৃত্তিকা হল তার প্রতিচ্ছবি,
তবুও তারা কিন্তু থেমে থাকেনি।।


তাদের কষ্টের অবসান হয়।
যখন কেহ মৃতশিল্প দিয়ে গৃহ সাজায়।
আর সে খুশি আর আনন্দে নিজ ঘর রাঙ্গায়।