নেমে এল যে বরষা,
হ্রদয়ে অনুভব করছি
প্রশান্তির এক অভিনব নেশা।
রিমজিম শব্দ ধারণ করে চলেছে
মোর এই কৌতুহলী কর্ণ ।
আখিঁ মোর ঘুমোতে চায়
দেখতে না পেরে তোমার বর্ণ।
বৃষ্টি ! জান কেন?
আকাশেতে নেই যে কোন সুর্য ।
তুমি কি পারবে বৃষ্টি ?
কালো মেঘ দূর করতে ?
ওই পশ্চিম  প্রান্তেরের ভূমিতে
নুয়ে পড়া সূর্যমুখীকে জাগাতে?
দেখিনা অনেকদিন পুবের সূর্যকে !
কালো মেঘ যে ঢেকে রেখেছে  এই প্রকৃতিকে।
অঝোড়ে তোমায় পড়তে দেখে
শান্তিতে আমার হ্রদয় যায় যে ভরে ।
এতো প্রতীক্ষার পর তুমি যে এলে বৃষ্টি !
তুমিই পারবে রক্ষা করতে এই সৃষ্টি ।
আমি যে তোমায় হারাতে চাইনা আর ।
আলোর পথ ধরে যাব  তোমায় নিয়ে
এই যে অন্তরভাবনা আমার ।