কোনো এক ঝলসে যাওয়া প্রভাতে
আমি হারিয়ে যাবো, নিখোঁজ হবো।
সেদিনের সূর্যোদয়,সূর্যের যত আলো
আমার অন্ধ্র-রন্ধ্র জ্বালিয়ে-পুড়িয়ে দিবে।
অযাচিত কষ্টের রেখাগুলোর শেষচিহ্ন
মুছে যাবে, কান্নার বিন্দু বিন্দু জল—
সেও শুকিয়ে যাবে।
.
আমি ভুলে যাবো আমার আমিকে,
আমার জীর্ণ অস্তিত্ব,আরক্ত সত্ত্বাকে।
আমার পৃথিবী সংকোচিত হয়ে যাবে,
চলার পথ দুর্গম-কন্টকাকীর্ণ হবে।
আঁধার নেমে আসবে, তমসাচ্ছন্ন আঁধার
আমার অস্তিত্ব পুড়ে যাওয়া ছাই—শেষে
অন্ধকারে মিলিয়ে যাবে।
.
বহু সময়, কাল-মহাকাল পেরিয়ে যাবে
অনেক কিছুই বিস্মৃতির আড়ালে চাপা পড়বে।
সময়ের সিঁড়ি বেয়ে উল্টো পথে
ফিরে আসবো—অশরীরী আমি!অচেনা রূপে।
তাকিয়ে রবো নিষ্পলক-নিস্তরঙ্গঁ চোখে
অবাঞ্ছিত-অপ্রীতিকর রহস্যপানে...!
আমার পুন:প্রত্যাবর্তণ হবে।