কবিতা নিকুঞ্জে কবি উম্মুক্ত স্বাধীন
সেতারায় সুর বাধে মনের উল্লাসে ।
জীবনের সাত রং মিলিয়ে বাতাসে
দুঃখের কাহিনী করে বিস্তর মলিন
বাস্তব থেকে বাস্তব সাক্ষি দূরবিন ।
সুখ সৃতির মুহুর্তগুলো সব হাসে
বাসন্তি কোকিল হয়ে পত্রের আভাসে
কবির নিজ আলয়ে সাজিয়ে রঞ্জন ।


বাস্তব সত্য শিল্পির নিপুন তুলিতে
শিল্প সত্যের আঙ্গিকে সৌরভ ছড়ায়
বসন্ত কিংবা প্রচন্ড গ্রীষ্মের দুপুরে ।
সে সত্য যুগ ছাড়িয়া যুগের ঝুলিতেে
আপন প্রদিপ জ্বেলে পরশ বুলায়
কবী তাই বেচেঁ রয় যুগের প্রহরে ।