এ যুগের প্রেম
বেহায়াপানার রানী উলঙ্গ প্রেম
একে অন্যেকে খুলে দেখা
দুচোখে সুদুর ভবিষ্যতের কৃত্তিম স্বপ্ন আকা ।
অসম্বভকে সম্ভব করা ***
বৃথা   হ্যানকাপ পরা
সবই   ছলনার মায়াজাল
কাল,বাস্তবতা আকাশ পাতাল ।
অর্থের মান দ্বন্ডে বন্ধিি
এখানের পরিশে যৌবন নদী ।
এখানে   সুদুর আকাশ লাগে কভ পিত কভু সাদা
ক্ষনে ক্ষনে রং বদলায় বেহুদা ।
এখানে   দুরের তারার মিটি মিটি আলো
প্রেমের আভায এসে কুৎসিত কালো ।
এখানে   নেই সিতা দেবী,জুলেখার মত রমনী
কোন   অমর প্রেমের কাহীনি ।
নেই ইউসুফ,অসীম যোন্ধারাম
নেই মেঘনদ স্বদেশ প্রীতির দাম ।
এখানে   ভোরের আলোয় চলে যৌবনের খেলা
পতিতার চিৎকারে পথ ভোলে বসুমতি দুবেলা ।
এখানে    সকালের কথা লোকে বৈকালে ভোলে
সকালের কাজ সকালেই চলে
এখানে   চালাকের পরে আছে চতুরের রাজা
আইনের ফাক বহুত শক্ত তাজা ।
এখানে   দুপুরের রোদ গৃহীনির হাত পাখা
শান্তি   ভাবির আচলে দুদন্ড সুখ মাখা ।
সন্তান মানে বৃন্ধের শেষ কড়ি