যবে রাস্তায় হেরি দূর্বর বৃদ্ধ মাটিতে লুটিয়ে
খাচ্ছে খুটিযা ময়লা খাবার
জল নাই তার-
আশেপাশে কিংবা উম্মুক্ত গগনপুরে
তবু নির্ভিক সাহসি সে অসিম বীর
মনের আনন্দে খাচ্ছে ময়লা খাবার
যেন নন্দন কাননে বসে আনন্দে অস্থির
এই বৃদ্ধ বীর ।


তবু এক ঘটি জল জোটেনিকাে তার
দেয়নি কেহ এগিয়ে
সকলে ঘৃনাভরে তারে বলিছে বৃদ্দ নচ্ছার
বেজায় পাগল হায় সকলি হারিয়ে ।


এই বুঝি বাধে তার নরম গলায়
কাসিছে বৃদ্ধ খুকিয়ে
তাতে কার কিবা আসে যায়
মরুক বেটা অচিন পথের উদারে ।