মেয়ে
দেখেছো কী আকাসেতে চাঁদ দেখা যায় ঐ,
তোমার ঠোটে  চঁাদের মতন বাকা হাসি কই ।
তোমার ঐ শুভ্র কোলে মেহেদী রাঙা হাত,
নাকের ডগায় জড়িয়ে রেখ
টুকরো সোনার পাত ।
গোলাপ জলে স্নান কোরো ভিজিয়ে সারা গায়,
পরবে পায়েল তোমার ও দুধে আলতা পায় ।
হাতের ডগায় সাজিয়ে রেখ নানান রঙের চুড়ি,
চাইলে আরো পরতে পারো বাজু,ক্লিপ কড়ি ।
কুচি করে শাড়ী পোরো ঢল নামিয়ে পিঠে,
শাড়ীর আচঁল জড়িয়ে রেখ সারা দেহ এটে ।
গলায় দিও বাহারি মুক্তোর মালা,
অনেক হল আমায় দিও বেধে দেয়ার পালা ।
অমন দারুন হুরপরিরে দেখবো আমি কবে,
এই সাজেতে সেজে এসো সপ্নের অনুভবে ।