ঘটনা ঘটার ঘটন কালে
অঘটন ঘটিল,
এককুলি বিষ, যদি এনে দিস
সর্ষে ফুল ফুটিল ।


না বায়ান্ন, না একাত্তর,  না সব ছাইপাশ,
আলতো করিয়া পশ্চাৎদেশে ঢোকাইছে বড় বাঁশ।


ইয়াহিয়া খান, যদি পাইতাম,
নষ্ট করিয়া পাক,
তারানার সাথে বিয়ে দিয়ে তোরে
বোঝাতাম চিচিংফাঁক ।


ফাঁশ হয়েছে, নাশ হয়েছে
যা ছিল মাল তলে,
হাটু এসে আজ পাছায় ঠেকিছে
তেল পড়েনিকো কলে ।


চাংগা শরীর নাংগা হয়েছে
হয়েছে গংগা পার,
ছেড়ে দে মা, কঁেদে বাঁচি
এ কেমন কারবার?


পাঞ্জাবি ছাড়, ধুতি খুলে মার,
খোল পাজামার ফিতে,
পিঠের কাপড় সরে বুঝি গেছে ?
বুকেতে চুমুক দিতে!


কি হয়েছে, পিঠ ঠেকেছে?
কোনঠাসা দেয়ালে,
এখন বুঝি চুলকানি হয়?
শরীরে হাত ছোঁয়ালে ।


কে ভাল খেলে, কে গুতো মারে,
বাঁকা কনুই টা কার ?
আর নয় তোর দাদাগিরি দেখা,
বাঁকাবো এবার ঘাড় ।


আর নয় ফাক, রেন্ডিয়া নয়, নয় যতসব গিরগিটি,
এই শুনে রাখ,
মরন কামড় দিতে জানে আজ সেদিনের টিকটিকি !