লেখা হলনা সেই অসমাপ্ত কবিতা
শূন্য পড়ে আছে ভরা গানের খাতা ।


আমি বসে আছি আমার পাশে একা
ক্যানভাসে আকা পথ চলে গেল বাকা ।


শূন্য মহল তবু এত কেন কলাহল
মরিচিকার সেই বিল কে করবে দখল ।


না দেখা স্বপ্নটা ভেঙেছিল যে কবে
কিছু নেই তবু কেন পিছু চেয়ে রবে ।


পাথর ধারন করে আছে মহাকাল
রাতের পরে কেন আসে এত সকাল ।


মৃত আত্মা আজ কেন জীবিত লাশে
মুখ লুকিয়ে কোন চোখের পাশে ।


অথৈ পানির শুকনো সাগর,  
শিশির বিন্দুতে হারানো শহর ।


বিশাল বালু চর কে করবে জয়
জীবনের আনন্দ কেন মৃত্যু ময় ।


হারিয়ে গিয়েও কেন ঘুরে ফিরে আসে
ভেজা সেই অনুভুতি ধুসর কিছু ভাসে ।
তাতে আমার কী যায় আসে ?